ইনসাইড গ্রাউন্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: নেই বাংলাদেশের কোনো আম্পায়ার


প্রকাশ: 10/01/2022


Thumbnail

আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে এই আসরে থাকছেন না কোনো বাংলাদেশি ম্যাচ অফিসিয়াল। রবিবার (৯ জানুয়ারি) যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আসরের উদ্বোধনী ম্যাচে ব্রিটিশ আম্পায়ার ডেভিড মিলন্সের সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন নেপালের বুদ্ধি প্রধান।

এছাড়াও টুর্নামেন্টজুড়ে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আসিফ ইয়াকুব, অ্যালান হাগো, আরনোল্ড ম্যাডেলা, ডেভিড ম্যাকলিয়ান, ডেভিড মিলন্স, ইমারসন কারিংটন, হিথ কিয়ার্ন্স, জ্যাকুলিন উইলিয়ামস, মার্ক জেমিসন, মার্টিন স্যাগার্স, নিতিন বাথি, রাহুল আশার, রশিদ রিয়াজ, রিজওয়ান আকরাম, রোল্যান্ড ব্ল্যাক, সামির বান্দেকার, সারিকা প্রসাদ ও বিজয় প্রকাশ মল্লেলা।

এছাড়া টুর্নামেন্টে ম্যাচ রেফারির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গ্রায়েম ল্যাবরুয়, ডেনাভন হায়েলস ও ফিল হুইটিকেজ।

আগামী ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর, যার পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭