ইনসাইড হেলথ

দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩০


প্রকাশ: 10/01/2022


Thumbnail

বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। নমুনা পরীক্ষা, শনাক্ত রোগীর সংখ্যা, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার, সবই বাড়ছে। দেশে করোনাভাইরাসের অতিসংক্রমক ওমিক্রন ধরনে নিশ্চিত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৩০ জন হয়েছে। 

আজ সোমবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত এই রোগী শনাক্ত হয়েছেন। 

গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। ওমিক্রন সারা বিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের আর কোনো ধরনের এত দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি। দেশে সংক্রমণের এই বৃদ্ধি করোনাভাইরাসের নতুন ধরনের কারণে, নাকি অন্য কারণ আছে—তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭