ইনসাইড গ্রাউন্ড

বড় অঙ্কের জরিমানার সাথে পয়েন্ট খোয়ালো আয়ারল্যান্ড


প্রকাশ: 10/01/2022


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিততে পারেনি আয়ারল্যান্ড। এবার ম্যাচ হারার কষ্টের সাথে বাড়তি যুক্ত হচ্ছে বড় অংকের জরিমানা। সাথে হারাতে হচ্ছে পয়েন্ট।

কিংস্টনে প্রথম ওয়ানডেতে ধীর বোলিংয়ের জন্য আয়ারল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে প্রতি ওভার বোলিংয়ের জন্য ২০ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। আয়ারল্যান্ড পিছিয়ে ছিল ২ ওভার।

ম্যাচটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় আয়ারল্যান্ডের শাস্তি আর্থিক জরিমানাতেই শেষ হচ্ছে না। ওয়ানডে সুপার লিগে দুটি পয়েন্টও হারাবে পূর্ণ সদস্য দলটি। ওয়ানডে সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কমতির জন্য দলগুলোকে ১ পয়েন্ট করে জরিমানা গুনতে হবে।

এতে ওয়ানডে সুপার লিগে আয়ারল্যান্ডকে এক ধাপ নিচে নেমে যেতে হচ্ছে। ৫০ পয়েন্ট নিয়ে এতদিন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ছিল আইরিশরা। তবে ২ পয়েন্ট হারানোয় আয়ারল্যান্ডের পয়েন্ট এখন ৪৮। ৪৯ পয়েন্টধারী ভারত তাই উঠে গেছে চারে, আয়ারল্যান্ডকে পাঁচে ঠেলে।

পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ড। ১৫ ম্যাচ খেলে ৯৫ পয়েন্ট দলটির। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলটি বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তৃতীয় স্থানে।








প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭