ইনসাইড গ্রাউন্ড

ভারতকে নিয়ে চার দলীয় সিরিজ আয়োজনের প্রস্তাব পিসিবির


প্রকাশ: 12/01/2022


Thumbnail

ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। এই দুটি দেশসহ চার দলীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব আইসিসিকে দিবেন রমিজ।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রিকেটে প্রভাব ফেলেছে। যে কারণে দীর্ঘ সময় ধরে আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা দেখা যায় না। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পিসিবির সাবেক প্রধান বেশ কয়েকবার প্রস্তাব দিলেও সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই।

পিসিবির সাবেক প্রধান না পারলেও সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রমিজ রাজা। ক্রিকেটের হারানো জৌলুস ফিরিয়ে আনতে আইসিসির আসন্ন সভায় এই প্রস্তাব দিবেন বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘কোড স্পোর্টস অস্ট্রেলিয়ার’।

শুধু সিরিজটি আয়োজন করতে আরও দুই দলকে নিয়ে আয়োজনের প্রস্তাব দিবেন রমিজ। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার দলীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা আইসিসিকে জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

১৯৮৫ সালে শারজাহ-য়ে অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ড-পাকিস্তান সম্মিলিত চার দলীয় সিরিজ আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে দুই বছর পরই চার-দলীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল। যেখানে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

উল্লেখ্য, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ঐ ম্যাচে ভারতকে রীতিমত উড়িয়ে দেয় পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭