ইনসাইড গ্রাউন্ড

এল ক্ল্যাসিকোতে কোনো ফেভারিট নেই: টনি ক্রুস


প্রকাশ: 12/01/2022


Thumbnail

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সাম্প্রতিক ফর্ম সহ সার্বিক দিক বিবেচনায় ম্যাচে ফেভারিট রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনা এমন এক ক্লাব যারা বড় ম্যাচে জ্বলে উঠতে জানে। প্রতিপক্ষ বার্সেলোনা হলেও চিন্তিত নন রিয়ালের তারকা মিডফিল্ডার টনি ক্রুস। 

বার্সেলোনার বিপক্ষে জয়ের জন্যই খেলবে রিয়াল মাদ্রিদ সেটি স্পষ্ট করেই মনে করিয়ে দিলেন টনি ক্রুস। তিনি বলেন, 'রিয়াল মাদ্রিদে আমার যে অভিজ্ঞতা, সবসময় এই ক্লাবটি জিততে চায়। কোন প্রতিযোগিতা অথবা কোথায় সেটা কোনো বিষয়ই না। সবসময় লক্ষ্য থাকে শিরোপা জেতা আর আমরা এবারও তৈরি। আমি এই ব্যাপারটা পরিষ্কার করতে চাই যে এখানে জিততে এসেছি।'

লিগে পয়েন্ট ব্যবধানে অনেক এগিয়ে থাকলেও এল ক্ল্যাসিকোতে যে কোনো কিছু ঘটতে পারে বলে মনে করেন তিনি। আর তাই সতর্ক থেকেই পুরো ম্যাচ খেলতে চায় রিয়াল মাদ্রিদ। ক্রুস বলেন, 'আমরা হয়তো লিগে তাদের চেয়ে ভালো কিন্তু ক্লাসিকোতে কোনো ফেভারিট নেই। আজকের ম্যাচটা ফাইনাল আর যেকোনো কিছুই হতে পারে। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড়ও আছে। এটা বলা কঠিন কী হবে।'

নিজেদের দলের অবস্থা তুলে ধরেন তিনি বলেন, 'মৌসুমের শুরুতে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি খুব ভালো না খেলেই। এখন আমাদের উন্নতি হয়েছে আর কঠিন ম্যাচগুলোতেও খুব ভালো করছি। জানুয়ারিতে সুপার কাপ ছাড়া কিছুই জেতার সুযোগ নেই। আমাদের এটা ধরে রাখতে হবে কারণ লিগে কাছাকাছি ব্যবধানের দল আছে। যদি ভাবি আমাদের কাজ শেষ, তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে।' 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭