ইনসাইড গ্রাউন্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে চোখ বাংলাদেশের


প্রকাশ: 13/01/2022


Thumbnail

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যুব বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ এবার দৃষ্টি রাখছে সেমিফাইনালে। ছোট ছোট লক্ষ্য ধরে এগোতে চাওয়া ক্ষুদে টাইগাররা দল নিয়ে বেশ আশাবাদী। নিজেদের সেরাটা দিতে পারলে এবারের বিশ্বকাপেও দারুণ কিছু করা সম্ভব বলে মনে করেন দলটির অধিনায়ক রাকিবুল হাসান। 

যুব বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখান থেকে আলাপচারিতায় যুবাদের দলনেতা রাকিবুল হাসান জানালেন, ভারসাম্যপূর্ণ দল নিয়ে সেমিফাইনালের লক্ষ্যে ভালো খেলতে চান শুরু থেকেই।

রাকিবুল বলেন, ‘গতবারের মতো এবারও ভালো দল। এবার দলে অনেক অলরাউন্ডার আছে গতবার যা ঘাটতি ছিল। তাও আমরা ভালো করেছিলাম। এবারের দল ভারসাম্যপূর্ণ। আমরা পরিকল্পনা করছি যেন সেমিফাইনাল খেলতে পারি। এছাড়া আমাদের তো ছোট ছোট লক্ষ্য, যেমন গ্রুপ পর্ব, একটি একটি ম্যাচ করে এগোনো- এগুলো থাকছে।’

গতবার যে দলটি শিরোপা জিতেছিল, সেই দলের কয়েকজন আছেন এবারও। তাদেরই একজন রাকিবুল। রাকিবুল তার অভিজ্ঞতা ভাগাভাগি করছেন দলের নতুন সদস্যদের সঙ্গে, যারা প্রথমবারের মত কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে এসেছেন।

রাকিবুল জানান, ‘গতবার চ্যাম্পিয়ন দলে ছিলাম সেটা অবশ্যই দারুণ অনুভূতি। এবার আমরা যারা গতবারের দলের আছি সবাই চেষ্টা করছি বাকিদের দলগত হয়ে খেলার বিষয়টা বোঝাতে। আমরা ওদের বোঝাচ্ছি- দল হয়ে খেললে যেকোনো ম্যাচে ফল আসবে। একেক ম্যাচে যেন প্রয়োজন অনুযায়ী একেকজন দাঁড়িয়ে যায়, যার দাঁড়ানোর দরকার সে যেন দলের প্রতি তার দায়িত্বটা পালন করে। এটা শেষপর্যন্ত দারুণ কাজে দেয়।’

নেতৃত্ব উপভোগ করছেন জানিয়ে রাকিবুল আরও বলেন, ‘গতবার আমি জুনিয়র হিসেবে ছিলাম। এবার আমি অভিজ্ঞ এবং নেতৃত্ব পেয়েছি। নেতৃত্ব উপভোগ করছি, বাড়তি দায়িত্বও আছে। আর চ্যালেঞ্জ নিতে আমার সবসময়ই ভালো লাগে। গতবারের অভিজ্ঞতা আমি সবার সঙ্গে শেয়ার করছি। আর বিশ্বকাপে আসার আগে আমি কিছু ঘরোয়া টুর্নামেন্টে বড় ক্রিকেটারদের সঙ্গে খেলেছি।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭