ইনসাইড গ্রাউন্ড

বুমরাহর বোলিং নৈপুণ্যে ভারতের লিড


প্রকাশ: 13/01/2022


Thumbnail

মাত্র ২২৩ রানের পুঁজি নিয়েই কেপটাউন টেস্টে লিড পেয়েছে ভারত। জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ২১০ রানে। এতে ১৩ রানের লিড পেয়েছে ভারত। 

ভারতকে ২২৩ রানে অলআউট করে ১ উইকেটে ১৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলন ভারত। দ্বিতীয় দিনও শুরু থেকেই উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। তবে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়ান কিগান পিটারসেন। নিজের ৫ম টেস্ট খেলতে নামা কিগান ১৬৬ বল খেলে ৭২ রান করে সাজঘরে ফেরেন। ৭৬.৩ ওভার ব্যাট করে শেষপর্যন্ত প্রোটিয়াদের ইনিংস থামে ২১০ রানে।

ছোট লিড পাওয়া ভারতের পক্ষে বুমরাহ একাই শিকার করেন পাঁচটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন আরও দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

জবাবে ব্যাট করতে নেমে ভারতও অবশ্য তাদের দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে। লোকেশ রাহুল ১০ ও মায়াঙ্ক আগারওয়াল ৭ রান করে বিদায় নেওয়ার পর চেতেশ্বর পূজারা ৩১ বলে ৯ ও অধিনায়ক বিরাট কোহলি ৩৯ বল ১৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। ভারতের বর্তমান লিড ৭০ রানের।

সংক্ষিপ্ত স্কোর 

টস : ভারত

ভারত ১ম ইনিংস : ২২৩/১০ (৭৭.৩ ওভার)
কোহলি ৭৯, পূজারা ৪৩
রাবাদা ৭৩/৪, জানসেন ৫৫/৩

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২১০/১০ (৭৬.৩ ওভার)
পিটারসেন ৭২, বাভুমা ২৮
বুমরাহ ৪২/৫, শামি ৩৯/২, উমেশ ৬৪/২

ভারত ২য় ইনিংস : ৫৭/২ (১৭ ওভার)
কোহলি ১৪*, পূজারা ৯*
জানসেন ৭/১, রাবাদা ২৫/১

ভারতের লিড ৭০ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭