ইনসাইড গ্রাউন্ড

রিয়ালের কাছে হারলেও দল নিয়ে খুশি বার্সা কোচ জাভি


প্রকাশ: 14/01/2022


Thumbnail

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও দলের পারফরম্যান্সে খুশি বার্সেলনার কোচ জাভি হার্নান্দেজ। একই সাথে তিনি জানান, খেলোয়াড়েরা যেভাবে ৯০ মিনিট লড়েছে তাতে তিনি বেশ উচ্ছ্বসিত।  

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে বার্সেলোনা। সুপার কোপার সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে অতিরিক্ত সময়ে বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। এদিন বার্সার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। এতে খুশি দলটির কোচ জাভি হার্নান্দেজ। এই ম্যাচের হারকে টার্নিং পয়েন্ট মনে করেন তিনি।

‘আমরা পুরো ৯০ মিনিট দারুণ খেলেছি। মাদ্রিদ যেভাবে রক্ষণ থেকে আক্রমণে উঠেছে, সেটাই আমাদের ক্ষতি করেছে। আমরা ম্যাচের অনেকটা সময় আমরাই ছিলাম শ্রেয়তর দল ছিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ দিক।’

‘আমরা অনেকটা সময় আধিপত্য বিস্তার করেছি। প্রতি আক্রমণগুলো রুখতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা, তা আমরা আগে আলোচনাও করেছি। তারা আমাদের ভুলগুলো কাজে লাগিয়েছে। আমরা মাথা উঁচু করেই যাচ্ছি, তবে ফলাফলটা নিয়ে দুঃখ তো থাকবেই। তবে এখানে দুই মাস ধরে আছি, আমরা ঠিক পথেই আছি, নিজেদের ফিরে পেতে হলে এমন কিছু টার্নিং পয়েন্ট প্রয়োজন আমাদের।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭