ইনসাইড গ্রাউন্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশের খেলা কবে কখন


প্রকাশ: 14/01/2022


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজে আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। ১৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। চারটি গ্রুপে চারটি করে দল রেখে গ্রুপ করা হয়েছে। 'বি' গ্রুপে উগান্ডার পাশাপাশি রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। উগান্ডা এই প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে।

'সি' গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি। 'ডি' গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। এই টুর্নামেন্টে খেলছে না নিউজিল্যান্ড। কোয়ারেন্টাইন বিধিমালার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা। 

ওয়েস্ট ইন্ডিজের চার দেশের দশটি ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে এই আসর। ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে অ্যান্টিগুয়া ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস ও নেভিস এবং ত্রিনিদাদ ও টোবাগো। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনালসহ এই আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ৪৮টি।

বাংলাদেশের সূচি

১৬ জানুয়ারি, বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টা।
২০ জানুয়ারি, বাংলাদেশ ও কানাডা। বাংলাদেশ সময় রাত ৮টা।
২২ জানুয়ারি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় রাত ৮টা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭