ইনসাইড গ্রাউন্ড

আম্পায়ারিং নিয়ে ভারতের ক্ষোভ প্রকাশের ঘটনায় উত্তাল টুইটার


প্রকাশ: 14/01/2022


Thumbnail

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের একটি সিদ্ধান্ত পক্ষে না আসায় ক্ষোভে ফুঁসছেন বিরাট কোহলিরা। আম্পায়ারের বিতর্কিত একটি সিদ্ধান্তে মেজাজ হারিয়ে মাঠেই চরম অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক কোহলি। 

ঘটনা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারের। ডিন এলগারকে সাজঘরে ফেরাতে ভারত তখন মরিয়া। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলগার এলবিডব্লিউ হন। আম্পায়ার আউটের সংকেত দিলেও দক্ষিণ আফ্রিকা রিভিউয়ের আশ্রয় নেয়। রিভিউ নিতে দেখে ধারাভাষ্যকাররাও বেশ অবাক হয়েছিলেন।

সেই রিভিউয়ে দেখা যায়, বল এলগারের পায়ে আঘাত করলেও তা উইকেটের ওপর দিয়ে চলে যাচ্ছিল। সংগত কারণেই তৃতীয় আম্পায়ার জানান, এলগার আউট হননি। তার কাছ থেকে সিদ্ধান্ত পেয়ে অন ফিল্ড আম্পায়ার আগের সিদ্ধান্ত পরিবর্তন করেই ক্ষিপ্ত হয়ে যান ভারতীয়রা। বল ট্র্যাকিং সিস্টেম নিয়ে প্রশ্ন তোলেন।

ক্ষিপ্ত অধিনায়ক কোহলি তখন স্টাম্প মাইকের সামনে গিয়ে তুলোধুনো করতে থাকেন আম্পায়ারদের। তিনি বলতে থাকেন, ‘এটা একেবারে অসম্ভব। গোটা দেশ (দক্ষিণ আফ্রিকা) ভারতের ১১ জনের বিরুদ্ধে খেলছে।’

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকেও তুলোধুনো করেন কোহলি। তিনি বলেন, ‘আপনি কি মনে করেন ডিন, আমি চুপ করব। শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরও আপনি জাসপ্রিত বুমরাহ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালে কে জানি টেস্ট বানচাল করতে চেয়েছিল!’

কোহলি আরও বলেন, ‘নিজেদের দল যখন বল চকচকে বানায়, তখন তাদের ওপর মনোযোগ দাও, প্রতিপক্ষের ওপর নয়। সবসময় লোকজনকে ধরার চেষ্টা চলছেই।’

এমনকি ব্রডকাস্টার সুপারস্পোর্টের বিরুদ্ধেও ক্রিকেটাররা পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। উইকেটবঞ্চিত অশ্বিন বলেন, ‘এই ম্যাচটা জেতার জন্য সুপারস্পোর্টস তোমার আরও ভালো রাস্তা নেওয়ার দরকার ছিল।’

দিনের খেলা শেষে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বল ট্র্যাকিং সিস্টেমের বিষয়টি ম্যাচ রেফারির ওপর ছেড়ে দেন। কোহলিদের মেজাজ হারানো নিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেকেই মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে অনেকেই অনেক কিছু বলে ফেলে। খেলায় এমনটা হয়েই থাকে। তবে সব পিছনে ফেলে এগিয়ে যেতে হয়।’

কোহলিদের এমন প্রতিক্রিয়া নিয়ে অবশ্য ভারতীয়রাই সমালোচনা করছেন। সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর এমন প্রতিক্রিয়া কারণে কোহলির সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘কোহলি খুবই অপরিপক্ক। একজন ভারতীয় অধিনায়ককে স্টাম্প মাইকের সামনে এভাবে বলতে দেখা খুবই অসুন্দর ব্যাপার। এসব করে তুমি কখনও তরুণদের আইডল হতে পারবে না।’

কেপটাউন টেস্টে ভারত আছে হারের শঙ্কায়। এই ম্যাচ হারলে সিরিজও হেরে যাবে এশিয়ার পরাশক্তিরা।






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭