ইনসাইড গ্রাউন্ড

শচীনকে পেছনে ফেলে কোহলির রেকর্ড


প্রকাশ: 14/01/2022


Thumbnail

কেপটাউনের নিউল্যান্ডসে ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। ইনজুরির কারণে জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে না গেলে কেপটাউনের এই ম্যাচটিই হতো বিরাট কোহলির ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। কেপটাউনের এই ম্যাচে তিনি ভেঙ্গে দেন শচীনের একটি রেকর্ড। 

টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা মাত্রই একটি মাইলফলক ছুঁলেন কোহলি। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি মোট ৫০০ বার ব্যাট হাতে মাঠে নামলেন। ৫০০তম আন্তর্জাতিক ইনিংসে নেমে তিনি ভেঙে দেন শচীনের রেকর্ড। কোহলির সংগ্রহে রয়েছে আপাতত ২৩ হাজার ৩৫৮ রান। ক্যারিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ইনিংসের শেষে শচীন সংগ্রহ করেছিলেন ২২ হাজার ২১৪ রান। 

এ হিসেবে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। তিনি ৫০০তম আন্তর্জাতিক ইনিংসের শেষে ২১ হাজার ৪৫৮ রান সংগ্রহ করেছিলেন। কোহলি এখনও পর্যন্ত টেস্টে ৭৯৬২ রান সংগ্রহ করেছেন। ওয়ানডে ক্রিকেটে তার খাতায় রয়েছে ১২ হাজার ১৬৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট সংগ্রহ করেছেন ৩২২৭ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭