ইনসাইড গ্রাউন্ড

ভিসা বাতিল হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছেনা জকোভিচের


প্রকাশ: 14/01/2022


Thumbnail

গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে অনেক ঝক্কি পোহাতে হয়েছে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে। অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছিল, শেষমেশ আপিল করে কোর্টের রায়ে তাসমান সাগরপাড়ের দেশটিতে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি। আবারও  অস্ট্রেলিয়া সরকার বিশ্বের শীর্ষ এই টেনিস তারকার ভিসা বাতিল করেছে। ফলে তার খেলা হচ্ছেনা অস্ট্রেলিয়ান ওপেনে। 

জানা গেছে, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক তার ক্ষমতাবলে জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করেছেন। গত সপ্তাহে আদালতের রায়ে এই ভিসা পেয়েছিলেন তিনি। যার কারণে করোনাভাইরাসের টিকা না নিয়েও অস্ট্রেলিয়ান মুল্লুকে অবস্থানের সুযোগ মিলেছিল তার। আজ মন্ত্রীর হস্তক্ষেপে সে সুযোগ হারালেন তিনি। এ সিদ্ধান্তের ফলে তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সম্ভাবনা থাকলো না। জকোভিচকে অস্ট্রেলিয়া থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭