ইনসাইড গ্রাউন্ড

টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট


প্রকাশ: 14/01/2022


Thumbnail

কেপটাউনে নতুন রেকর্ড দেখলো ক্রিকেট বিশ্ব। দীর্ঘ ৩৯ বছরের পুরাতন একটি রেকর্ড ভাঙলো ভারত। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো দুই ইনিংসে সবাই ক্যাচ আউট হওয়ার রেকর্ড গড়লো বিরাট কোহলির দল।

কেপটাউনে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছি দক্ষিণ আফ্রিকা এবং ভারত। এ ম্যাচে দুই ইনিংসে ভারতের সব ব্যাটারই ক্যাচ আউটের শিকার হয়েছেন। টেস্ট ক্রিকেটে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ১৯ বার ক্যাচ আউট হওয়ার রেকর্ড গড়েছিল ইংল্যান্ড, সেটা ১৯৮২ সালে।

এক ম্যাচে ২০ বার ক্যাচ আউট হওয়ার রেকর্ড প্রথমবারের মতো হলেও, ১৯ বার ক্যাচ আউট হওয়ার রেকর্ড এখন পর্যন্ত পাঁচবার ঘটেছে। এর আগে ২০১০ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১৯ বার ক্যাচ তুলে দিয়েছিল ভারতীয় ব্যাটাররা।

কেপটাউন টেস্টে  প্রথম ইনিংসে ভারতের হয়ে অপরাজিত ছিলেন উমেশ যাদব এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ঋষভ পান্থ। তাই তো ১১ ব্যাটার মিলিয়েই ২০ বার ক্যাচ আউট হওয়ার নজির গড়ে ভারত। 

২০১০ সালে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ বার ক্যাচ আউট হয়, তখনও ভারতীয় দলের ১১জন ক্রিকেটার ক্যাচ আউট হন।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে সংগ্রহ করে যথাক্রমে ২২৩ এবং ১৯৮ রান। অপরদিকে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২১০ রান। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২১২ রান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭