ইনসাইড গ্রাউন্ড

জেমিসন-মুমিনুলের ছবি ব্যবহার করে মানুষকে সতর্ক করার অভিনব পন্থা কলকাতা পুলিশের


প্রকাশ: 14/01/2022


Thumbnail

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা যায় ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মুমিনুলের সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কাইল জেমিসন। মুমিনুল হক ও কাইল জেমিসনের সেই ছবি এবার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করল কলকাতা পুলিশ।

মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের উইকেট ফেলতে ব্যর্থ জেমিসন হতাশ হয়ে দূর দিগন্তে তাকিয়ে আছেন, আর মুমিনুল তাকিয়ে আছেন জেমিসনের দিকে। এই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। এই ছবিকে কলকাতা পুলিশ ব্যবহার করেছে করোনা নিয়ে সতর্কতা প্রদানে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা পুলিশের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘মাস্ক পরো কলকাতাবাসী, নিরাপদ থাকো।’



সেখানে জেমিসনকে রূপক অর্থে দেখানো হয়েছে করোনার তৃতীয় ঢেউ হিসেবে, আর মুমিনুলকে দেখানো হয়েছে মাস্ক না পরা কলকাতাবাসী হিসেবে।

ওমিক্রনের কারণে বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বেই নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। এতে করোনার তৃতীয় ঢেউ জেগে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। এর অংশ হিসেবে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭