ইনসাইড বাংলাদেশ

সাগরে শ্বাসরুদ্ধকর অভিযান, আটক ৬ দস্যু


প্রকাশ: 15/01/2022


Thumbnail

বঙ্গোপসাগরে জেলে সেজে দস্যুতার সময় ধাওয়া করে চিহ্নিত ৬ দস্যুকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত দেশীয় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
 
গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে তাদের ধাওয়া করে আটক করে র‌্যাব। কক্সবাজারস্থ র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চকরিয়া থেকে জলদস্যুরা এসে অবস্থান নেয় মহেশখালী উপকূলে। তারপর জেলে সেজে দস্যুতার জন্য ট্রলার নিয়ে নেমে পড়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে। পরে খবর পেয়ে স্পীড বোট নিয়ে অভিযানে নামে র‍্যাব। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা পর অভিযানে চালিয়ে ধাওয়া করে আটক করা হয় চিহ্নিত ৬ দস্যুকে।

আটক দস্যুদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছে র‍্যাব। এছাড়াও সাগরে কারা কারা জলদস্যুতা করছে এমন গ্রুপেরও তথ্য র‍্যাবের কাছে রয়েছে। ফলে সাগরে এসব জলদস্যুদের গ্রুপকে আইনের আওতায় আনতে জলে ও স্থলে অভিযান চলমান থাকবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭