ইনসাইড বাংলাদেশ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা


প্রকাশ: 15/01/2022


Thumbnail

ঢাকার সাভারে চাঁদাবাজি মামলার আসামিকে ধরতে গিয়ে হামলা-মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। এসময় পুলিশের কাছ থেকে ওই আসামিকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশোক কুমার দত্ত ও মো. সাইফুজ্জামান।

পুলিশ জানায়, রাতে নামা বাজার এলাকায় চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানাকৃত আসামি শরিফ উদ্দিন ফকিরকে গ্রেফতার করতে যায় সাভার মডেল থানার এ এস আই অশোক কুমার দত্ত ও এ এস আই সাইফুজ্জামান। এসময় তাকে গ্রেফতারের সময় আসামি শরিফ উদ্দিন ফকিরের লোকজন পুলিশের দুই এএসআইকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে দুই পুলিশ কর্মকর্তা আহত অবস্থায় আসামিকে ধরে থানায় নিয়ে আসেন। পরে আহত দুই পুলিশ কর্মকর্তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ ছয়জনকে আসামি করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। 

এদিকে এঘটনায় আসামির ছবি তুলতে গেলে আসামির লোকজন সাংবাদিকদের বাধা প্রদান করেন।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭