ইনসাইড গ্রাউন্ড

আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি: মুমিনুল


প্রকাশ: 15/01/2022


Thumbnail

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে হইচই পড়ে গিয়েছিল। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ হাতছাড়া করেছে সিরিজ জয়ের সুযোগ। সেই সাথে কি ঐতিহাসিক জয়ের উদযাপনেও ভাঁটা পড়ল? 

নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন দাপুটে পারফরম্যান্সে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পরও দেশে ফেরা বাংলাদেশ দল বিমানবন্দরে পেল না সংবর্ধনা। অতীতে অবশ্য এসব বড় অর্জনে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার নজির আছে।
 
তবে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এই বিষয় নিয়ে ভাবতে নারাজ। দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরেই খুশি তিনি। দেশে ফিরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি। পেশাদার ক্রিকেটার হিসেবে কে আসল না আসল এভাবে চিন্তা করি না।’

এ সময় লাল বলে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়েও কিছুটা অসন্তুষ্ট হন মুমিনুল। তিনি বলেন, ‘এটা আমার বলার দরকার নেই। সব সময় কিন্তু লাল বলের অনুশীলন হয়। ট্যুরের আগে আপনি কিন্তু আমাকে একদিনও মিরপুরে দেখেননি। কিন্তু আমি সাকিব ভাইয়ের একাডেমিতে নিয়মিত অনুশীলন করেছি। যে যার প্রস্তুতি নিয়ে রাখে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭