ইনসাইড গ্রাউন্ড

বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ মাঠে নামছে আজ


প্রকাশ: 16/01/2022


Thumbnail

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশের যুবারা। গতবার যুব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। এবারও বড় লক্ষ্য নিয়েই যুব বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তরুণ টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের বিপক্ষে লড়বে রাকিবুলরা। 

চার গ্রুপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া এবারের যুব বিশ্বকাপে। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেই বাধা পেরিয়ে সেমিফাইনাল টপকে ফাইনাল। তবে বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসানের প্রথম লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। টুর্নামেন্ট শুরুর আগে অনুষ্ঠিত দলীয় অধিনায়কদের সংবাদ সম্মেলনে তেমন লক্ষ্যের কথাই বলেছিলেন তিনি। তবে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার পথে বাংলাদেশ দলের ভাবনাজুড়ে ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনো।

বাংলাদেশের সাফল্যের রহস্যই মোমেন্টাম। গতবার আকবর আলীর দল দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিল শুরুর ছন্দ ধরে রেখেই। বড় কোনো তারকা ছিল না, তবু সাফল্য এসেছিল দলীয় নৈপুণ্যে। এবারের দলের রসায়নও সামষ্টিক, একটা ইউনিট হিসেবে খেলে সাফল্যের পথ রচনা করতে হবে বাংলাদেশ দলকে। সেই পথ রচনায় বড় দুটি বাধা আছে রাকিবুলদের সামনে।

প্রথমত, বিশ্বচ্যাম্পিয়নদের কাছে চিরায়ত প্রত্যাশার চাপ। দ্বিতীয়ত, গতবারের মতো এবারের প্রস্তুতিটা হয়নি। করোনার কারণে প্রস্তুতির এই ঘাটতির কথা রাকিবুলও বলেছিলেন। গতকাল একই আক্ষেপ শুনিয়েছেন কোচ নাভিদ নেওয়াজ, ‘প্রস্তুতির দিক থেকে গতবারের চেয়ে আমরা পিছিয়ে আছি। আমাদের প্রতিটি ক্যাম্পেই কভিডের প্রভাব পড়েছিল। তাই প্রস্তুতি আদর্শ হয়েছে বলতে পারছি না। গোটা দুই সিরিজ খেলেছি। স্বল্প সময়েও চেষ্টা করেছি সম্ভাব্য সেরাদের নিয়ে শক্তিশালী একটি দল গড়তে।’

আগামী ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে এ দুইটি ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭