ইনসাইড বাংলাদেশ

নাসিক নির্বাচন: বন্দরের এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় পড়েছে ৬৩টি ভোট


প্রকাশ: 16/01/2022


Thumbnail

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২২ নম্বর ওয়ার্ডটি বন্দর এলাকায় অবস্থিত। এই ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৪৬টি। এর মধ্যে বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ একটি। এই কেন্দ্রটি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রটিতে সাতটি ভোটকক্ষ রয়েছে। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৮৩২টি। যার মধ্যে পুরুষ এক হাজার ৪২৮ জন এবং নারী এক হাজার ৪০৪ জন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. মোস্তফা জানান, সকাল ৯টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৬৩টি। ৪৯ জন পুরুষ এবং ১৪ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটকেন্দ্রে তেমন ভিড়ও চোখে পড়েনি। পুরুষদের লাইনে ৭-৮ জন দাঁড়িয়ে আছেন। যারা আসছেন, দ্রুত ভোট দিয়ে চলে যেতে পারছেন।

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কেন্দ্রে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের ভেতরে ও আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ দেওয়া হবে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭