ইনসাইড বাংলাদেশ

প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত নতুন ভোটাররা


প্রকাশ: 16/01/2022


Thumbnail

নিজেদের নতুন মেয়র বেছে নিতে যাচ্ছে নারায়ণগঞ্জ নগরবাসী। আজ রোববার ( সকাল ৮টা থেকে শুরু হয় ভোট। চলবে বিকাল ৪টা পর্যন্ত। জীবনে প্রথমবার ভোট দিয়েছেন এই নির্বাচনে, এমন ভোটারের সংখ্যাটা কম নয়। তাদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস-আনন্দ।

জান্নাতুল ফেরদৌস নামের নতুন এক ভোটার জানান, এটি আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। প্রথমবারই ইভিএমে ভোট দিলাম।

দীপা নামের আরেক নতুন ভোটার বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের পরিবেশ ভালো।

ওই এলাকার বাসিন্দা তৃতীয় লিঙ্গের মুসকান। তিনিও নতুন ভোটার হওয়ার পর এবার প্রথম ভোট দিয়ে এসেছেন। মুসকান বলেন, আমি ভোটার হওয়ার পর প্রথমবার ভোট দিতে এলাম। আমার খুব ভালো লাগছে। এখানকার ভোটের পরিবেশ খুব ভালো। ইভিএমে কীভাবে ভোট দিয়ে হয় তা শিখে এসেছি। আমি দোয়া করি, নৌকার জয় হোক। আমি আইভী আপাকে ভোট দেব।

এ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ নগরজুড়েই। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই প্রার্থীর প্রতীক নৌকা ও হাতি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭