ওয়ার্ল্ড ইনসাইড

আমিরাতি জাহাজ ছেড়ে দিতে রাজি হয় নি ইয়েমেন


প্রকাশ: 17/01/2022


Thumbnail

চলতি মাসের প্রথম দিকে হুদাইদা বন্দরের কাছ থেকে ১১ ক্রুসহ আটক সংযুক্ত আরব আমিরাতের জাহাজ ছেড়ে দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান নাকচ করে দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। 

শুক্রবার (১৪ জানুয়ারি) আটক জাহাজ ও তার ক্রুদের ছেড়ে দেয়ার দাবি জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাহাজটি আটক করে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনারা। 

হুথি যোদ্ধারা বলছে, আমিরাতি জাহাজে সামরিক সরঞ্জামাদি বহন করা হচ্ছিল। তবে আরব আমিরাত দাবি করছে, আটক জাহাজটি প্রকৃতপক্ষে একটি বেসামরিক কার্গো জাহাজ এবং আন্তর্জাতিক পানিসীমা থেকে হুথিরা তা আটক করেছে। 

আমিরাত আরো বলছে, জাহাজটিতে একটি ফিল্ড হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করা হচ্ছিল।

আমিরাতের এ দাবি নাকচ করে হুথি নেতা হোসেইন আল-আজিজ বলেছেন, জাহাজটি সামরিক সরঞ্জামাদি বহন করছিল। তিনি জোর দিয়ে বলেন, "আমিরাতের এ জাহাজ শিশুদের জন্য খেলনা বহন করছিল না বরং উগ্রবাদীদের জন্য অস্ত্র বহন করছিল।"

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আটক জাহাজ ও তার ক্রুদের ছেড়ে দেয়ার দাবি জানিয়ে বলেছে, এডেন উসাগর ও লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বহাল রাখতে হবে। এ বক্তব্যের পর হুথি নেতা আল-আজিজ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী খুনিদের পক্ষ নেয়ার জন্য অভিযুক্ত করেছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭