ওয়ার্ল্ড ইনসাইড

নিজ ব্যয়ে যুক্তরাজ্যে নিরাপত্তায় আদালতে আপিল প্রিন্স হ্যারির


প্রকাশ: 17/01/2022


Thumbnail

ব্রিটিশ রাজপরিবারের রাজমর্যাদা ও রাজদায়িত্ব ছাড়ার পর ব্রিটিশ সরকার পুলিশি নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন প্রিন্স হ্যারি। প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে থাকা অবস্থায় নিজ অর্থ ব্যয়ে ওই পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন। তবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর হ্যারির এ আবেদন নাকচ করে দেয়। 

রোববার (১৬ জানুয়ারি) যুক্তরাজ্যের একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রিন্স হ্যারিকে যুক্তরাজ্যে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিন্স হ্যারির আবেদন নাকচ করে দেওয়ার পর আদালতে আপিল করেন তিনি। দুই বছর আগে প্রিন্স হ্যারি ও তাঁর মার্কিন স্ত্রী মেগান মার্কেল রাজমর্যাদা ও রাজদায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই দম্পতি। সেখানে তাঁদের নিজস্ব নিরাপত্তা টিম রয়েছে। মামলার নথিপত্রে দেখা গেছে, প্রিন্স হ্যারি দাবি করেছেন, যুক্তরাজ্যে তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দলের নেই।

এরপর ডিউক অব সাসেক্স আদালতের কাছে একটি রিভিউ আবেদন করেন হ্যারি। এ বিষয়ে তাঁর আইনজীবী বলেছেন, যুক্তরাজ্য প্রিন্স হ্যারির জন্য আজীবনই মাতৃভূমি। আর এ দেশেই তিনি এবং তাঁর সন্তান নিরাপদে থাকতে চান। ওই আইনজীবী আরও বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে তিনি ব্যক্তিগত জীবনে বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন।

গত গ্রীষ্মে লন্ডনে একটি দাতব্য সংস্থার কাজ শেষে বাড়িতে ফেরার পথে প্রিন্স হ্যারির গাড়ি পাপারাজ্জি ফটোগ্রাফারের কবলে পড়েন। গত বছর যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছিলেন, যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো অব্যাহতভাবে তাঁর মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত করে তুলছিল। এ কারণেই রাজপরিবারের জৌলুশপূর্ণ জীবন ত্যাগ করেছেন তিনি।

রাজকীয় দায়িত্ব ছাড়ার পর গত বছর হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। এর পর থেকে এক নতুন জীবন শুরু করেছেন এই দম্পতি। জনসমক্ষে ক্রমে তাঁদের বেশি দেখা যেতে থাকে। সহানুভূতিশীল গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও যোগাযোগ বজায় রাখা শুরু করেন তাঁরা। যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে তাঁদের এ পাড়ি জমানোকে ব্রিটিশ গণমাধ্যমগুলো ‘মেক্সিট’ নামে আখ্যায়িত করে থাকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭