ইনসাইড গ্রাউন্ড

যেভাবে সরাসরি দেখবেন ফিফার দ্য বেস্ট


প্রকাশ: 17/01/2022


Thumbnail

আর কয়েক ঘণ্টা পর জানা যাবে কে হচ্ছেন ২০২১ সালের ফিফার সেরা। এই অনুষ্ঠানে বছরের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে পুরস্কৃত করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

পুরস্কারটি দেওয়া হবে বাংলাদেশ সময় আজ (সোমবার) দিবাগত রাত ১২ টায়। ফিফার সদরদপ্তর সুইজারল্যান্ডের জুরিখে হবে এই অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন রেশমিন চৌধুরী ও চেরমাইনে জেনাস।

চলতি মাসের ৭ তারিখ ঘোষণা করা হয়েছিল ফিফা দ্য বেস্ট জয়ের দৌড়ে থাকা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা। পুরুষদের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে আছেন রবার্ট লেভান্ডভস্কি ও মোহাম্মদ সালাহ। 

মেয়েদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার দৌড়ে বার্সেলোনার দুই ফুটবলার অ্যালেক্সিয়া পুটিলেস ও জেনিফার হারমোসোর সঙ্গে আছেন চেলসির স্যাম কের।

সেরা কোচের দৌড়ে ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনির সঙ্গে আছেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দুই কোচ ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও থমাস টুখেল।

সেরা গোলরক্ষের দৌড়ে আছেন চেলসির এডওয়ার্ডো মেন্ডি। তার সঙ্গে বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যুয়ার ও ইতালির হয়ে ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা জিয়ানলুইজি ডোনারুম্মা।

অনুষ্ঠানটি সরাসরি দেখাবে নিম্নোক্ত লিংকে... 





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭