ইনসাইড এডুকেশন

শাবি থেকে সরিয়ে নেওয়া হলো অতিরিক্ত পুলিশ


প্রকাশ: 18/01/2022


Thumbnail

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মোতায়েন অতিরিক্ত পুলিশ, জলকামান সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপে অতিরিক্ত পুলিশ ও জলকামান সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সোমবার (১৭ জানুয়ারি) দিনগত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে সাজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ সরিয়ে নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টায় কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে তার পিএ শফিউল আলম জুয়েল বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। পররাষ্ট্রমন্ত্রী এ হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশে নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার ব্যবস্থাও তিনি নেবেন। এছাড়া শিক্ষার্থীদের সহিংসতার পথে না যাওয়া আহ্বান জানিয়েছেন মন্ত্রী।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭