ইনসাইড বাংলাদেশ

হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশ: 18/01/2022


Thumbnail

কক্সবাজার টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। এপিবিএন পুলিশের দাবি, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তারিকুল ইসলাম জানান,গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের আলীখালী এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলমকে (৪০) তার বসত ঘরের সামনে থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

তিনি জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭