কোর্ট ইনসাইড

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার হয়তো ভার্চ্যুয়ালি বসবে কোর্ট: প্রধান বিচারপতি


প্রকাশ: 18/01/2022


Thumbnail

করোনা ভাইরাসের ভয়াবহতা ফের বেড়ে যাওয়ায় আবার ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনার কথা গুরুত্বের সঙ্গে (সিরিয়াসলি) ভাবছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ার পর আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে এজলাসে আসন গ্রহণের পর প্রধান বিচারপতি এসব কথা বলেন। সকাল নয়টার দিকে এজলাসে আসেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতি।

বিচারপতিদের আসন গ্রহণের পর একটি মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।
 
এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, চারদিকে যে অবস্থা (করোনা সংক্রমণ) দেখছি, ইতিমধ্যে আমাদের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারক আক্রান্ত হয়েছেন। অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন। আমরা হয়তো আবার ভার্চ্যুয়াল কোর্টে ফিরে যাব। ভার্চ্যুয়াল কোর্টে যে মামলা নিষ্পত্তি কম হয়, তা নয়। আমরা বিষয়টি সিরিয়াসলি ভাবছি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও কয়েকজন আইন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী বলেন, মানুষের জীবন আগে। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭