ইনসাইড এডুকেশন

ক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস


প্রকাশ: 18/01/2022


Thumbnail

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের আন্দোলন যেনো দিন দিন আরো জোরালো রুপ লাভ করছে। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পরেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করে যাচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে শাবিপ্রবি ক্যাম্পাস প্রাঙ্গণ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে গতকাল শাবির বিভিন্ন প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। 

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই গোল চত্বরে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে শতাধিক শিক্ষার্থী গোল চত্বরে অবস্থান করছেন এবং শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন।

‘এক দুই তিন চার ভিসি তুমি গদি ছাড়’, ‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভে গতকালও উত্তাল ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি। গতকাল সোমবার রাত ২টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, শাবি প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শাবির বিভিন্ন প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। তাদের দাবি, শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সরে যেতে হবে। একই সঙ্গে প্রক্টরিয়াল বডি ও ছাত্রকল্যাণ উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসে তারা উপাচার্যকে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭