ইনসাইড গ্রাউন্ড

বাফুফের বিবেচনায় এবার বিদেশি রেফারি


প্রকাশ: 18/01/2022


Thumbnail

মৌসুমের দুই টুর্নামেন্টের রেফারিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিদেশি রেফারি দিয়ে কিছু ম্যাচ পরিচালনার প্রস্তাবও এসেছে। আগের লিগ কমিটির সভায় রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি বিদেশি রেফারির বিষয়টি উড়িয়ে দিলেও এখন সেটা নিয়ে বিবেচনা করার কথা জানান। 

আজ (১৮ জানুয়ারি) লিগ কমিটির সভা শেষে এই বিষয়টি বিবেচনার কথা বলেছেন তিনি।  

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি প্রতিনিধি দল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন। সেই প্রতিনিধি দল কয়েকটি বিষয়ে আলোচনা করেন এর মধ্যে রেফারিং অন্যতম। বাফুফে সভাপতি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দক্ষিণ এশিয়ার রেফারিদের দিয়ে পরিচালনার প্রস্তাবটি যৌক্তিক বলে মনে করেন।

সভাপতির এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে রেফারিজ কমিটির চেয়ারম্যানের মন্তব্য কি জানতে চাওয়া হলে সালাম মুর্শেদি বলেন, ‘দেশি রেফারি আমাদের তৈরি করতে হবে। দেশি রেফারিদের প্রতি আমাদের আস্থাও রাখতে হবে। সভাপতি মহোদয় যেহেতু বলেছেন, নিশ্চয়ই তিনি ভেবে চিন্তেই বলেছেন। বিদেশি রেফারির বিষয়টি ভাবা যেতে পারে।’ 

রেফারিংয়ের পাশাপাশি একটি ক্লাবের আবেদন ছিল বাফুফে নির্বাহী সদস্যরা যেন ক্লাবের পরিচয়ে ডাগআউটে না দাঁড়ায়। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লিগে নির্বাহী সদস্যের ডাগ আউটে প্রবেশাধিকার থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে সালাম বলেন, ‘এটি একবার বন্ধ ছিল। এখন আবার আছে। এই বিষয়ে সভাপতির সঙ্গে আলোচনা করেছি। তিনি বিষয়টি নির্বাহী কমিটিতে তুলতে বলেছেন। নির্বাহী কমিটির সভায় নির্বাহী সদস্যরা ডাগআউটে থাকতে  পারবেন কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে কয়েকটি বড় শোকজের ঘটনা ঘটেছে। সেই শোকজের প্রক্রিয়া ও সিদ্ধান্ত নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেডারেশনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি আব্দুস সালাম মুর্শেদি বলেন, ‘এটি আইনী বিষয়। এই ব্যাপারে আমার মন্তব্য করা সমীচীন হয় না। সভাপতি যেহেতু সংগঠনের প্রধান ও অফিস পরিচালনা করেন সাধারণ সম্পাদক। তারা দুই জনই মূলত এই বিষয়ে ভালো বলতে পারেন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭