ইনসাইড বাংলাদেশ

রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশ: 18/01/2022


Thumbnail

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিল্লাল হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পারুল বেগমের ভবনে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর কাজী বাড়ির কালা মিয়ার ছেলে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় বিল্লাল হোসেন পারুল বেগমের নির্মাণাধীন ভবনে কাজ করতে যায়। এক পর্যায়ে বিদ্যুতের মিটার থেকে পানির মোটরের সাথে সংযোগের সময় শর্টসার্কিট হলে বিল্লালের চোখ ও কপাল পুড়ে যায়। পরে ঠিকাদারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ইসলাম মিতু বিল্লালকে মৃত ঘোষণা করে।

রামগঞ্জ সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রৌশন জামিল জানান, হাসপাতালে আসার অনেক আগেই ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঠিকাদার আলমগীর হোসেন জানান, বিল্লাল বেশ কয়েকদিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলো। ঘটনার দিন হার্ট দুর্বল হয়ে হয়তো সে মারা যেতে পারে।

রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নুরল আলম ভূঁইয়া জানান, শুনেছি পানির মোর্টারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে একজন লোক মারা গেছে। পরে ঘটনাস্থলে লাইনম্যান পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানালেন তিনি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিল্লালের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের অঙ্গীকারনামা নিয়ে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭