ইনসাইড গ্রাউন্ড

নাহিদার বোলিং নৈপুণ্যে বড় জয় বাংলাদেশের


প্রকাশ: 19/01/2022


Thumbnail

প্রথমবারের মত কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। এ বছর ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে গেমসের মূল পর্ব। এর আগে মালয়েশিয়ায় শুরু হয়েছে বাছাইপর্বের লড়াই। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। 

বুধবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের দেয়া ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায় কেনিয়া। বাংলাদেশী বোলারদের বোলিং তুপে এদিন ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি তারা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৫ উইকেট লাভ করেন। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুন, সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম দশ ওভারেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 

তবে শেষ দশ ওভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। অভিজ্ঞ সালমা খাতুন ও রিতু মণির দায়িত্বশীল  ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১২৫ রান। বাংলাদেশের পক্ষে রিতু মণি ৩৯, সালমা খাতুন ৩৩ ও মুর্শিদা খাতুন ২৬ রান করেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭