ইনসাইড গ্রাউন্ড

বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের জন্য মনোনীত মুশফিক


প্রকাশ: 19/01/2022


Thumbnail

ইএসপিএন ক্রিকইনফো অন্যান্য সেক্টরের মত বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের জন্যও পুরস্কার প্রদান করে থাকে। বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারের পাশাপাশি তিন ফরম্যাটেই সেরা ব্যাটিং এবং সেরা বোলিংয়ের জন্যও পুরস্কার দিয়ে থাকে তারা। সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মুশফিকুর রহিম।

গত বছর মে মাসে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে ১২৫ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন মুশফিক। প্রথমে ব্যাট করতে নেমে অন্যান্য ব্যাটাররা যখন একের পর এক ব্যর্থতার পরিচয় দেন, তখন এক পাশ আগলে রেখে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মুশফিক।

তার এই ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ। যদিও বৃষ্টির কারণে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। জবাবে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। বাংলাদেশ জয়লাভ করে ১০৩ রানের ব্যবধানে। মুশফিক হন ম্যাচ সেরা।

যে পরিস্থিতিতে তিনি ১২৫ রানের ইনিংস খেললেন, সেটাকেই বর্ষসেরা পারফরম্যান্সের জন্য মনোনয়ন দেয় ক্রিকইনফো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭