ইনসাইড বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশ: 19/01/2022


Thumbnail

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৈঠকে মানবাধিকার ও আইনের শাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে। 

বুধবার (১৯ জানুয়ারি) মিলার এক টুইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠকে আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, মানবাধিকার ও আইনের শাসনে গুরত্বসহ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা, রোহিঙ্গা সংকটের বৈশ্বিক চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি।  

তিনি বলেন, চলতি বছর ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। আগামী পঞ্চাশ বছর এবং তারপর আরও শক্তিশালী অংশীদারিত্বের জন্য আমার দারুণ আশাবাদ রয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭