ইনসাইড গ্রাউন্ড

মুশফিকের প্রশংসা করে যা বললেন ক্লুজনার


প্রকাশ: 19/01/2022


Thumbnail

২০১৯ সালে রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবে বিপিএলে ছিলেন। তিন বছর পর আবারো এই টুর্নামেন্ট দিয়ে ফিরলেন বাংলাদেশে। খুলনা টাইগার্সের প্রধান কোচ হয়ে বাংলাদেশে ফিরে আপ্লুত আফগানিস্তানের সাবেক কোচ ল্যান্স ক্লুজনার। শিরোপা জিততেই এসেছেন বললেন এবং দলের তারকা ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে কাজ করতে মুখিয়ে তিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার বুধবার অনুশীলন শেষে জানালেন তার বাংলাদেশ প্রীতির কথা, ‘বাংলাদেশে ফিরে আসাটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। সম্ভবত চার কিংবা পাঁচ বছর আমি বাংলাদেশে ছিলাম না, শেষবার বিপিএলে ছিলাম রাজশাহীর হয়ে। সবসময় আমার হৃদয়ের বিশেষ জায়গায় আছে বাংলাদেশ।’

দলে অভিজ্ঞ তারকা বলতে মুশফিকের সঙ্গে আছেন সৌম্য সরকার। বড় কোনোও বিদেশি ক্রিকেটারও নেই। থিসারা পেরেরা, সিকান্দার রাজারা আছেন। মুশফিকের দিকে বিশেষ নজর ক্লুজনারের, ‘আমি মুশফিকের সঙ্গে কাজ করতে মুখিয়ে। আগে কখনো এই সুযোগ পাইনি। তবে সম্ভবত সে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ও কঠিন ক্রিকেট মস্তিষ্কের খেলোয়াড়। তার মতো একজনের সঙ্গে কাজ করতে পারা আমার সৌভাগ্যের। আমি এই সম্পর্কের দিকে তাকিয়ে এবং আমি তাকে সমর্থন দিয়ে নিশ্চিত করতে চাই যে আগামী তিন সপ্তাহ শিরোপার জন্য লড়ব আমরা। আমি তার মস্তিষ্কের ব্যবহার পেতে চাই, কারণ আমার কাছে বাংলাদেশই সম্ভবত ক্রিকেট খেলার জন্য সবচেয়ে কঠিন জায়গা। এখানে বিদেশি দেশগুলো আসার পর আমরা সেটা দেখেছি। তাই স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করাতেই আমার মনোযোগ।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭