ইনসাইড গ্রাউন্ড

করোনায় আক্রান্ত ৬ ক্রিকেটার তবুও বড় জয় ভারতের


প্রকাশ: 20/01/2022


Thumbnail

করোনার থাবা এবার ছোটদের বিশ্বকাপে। ভারতের অধিনায়ক যশ ধুলসহ ছয় ক্রিকেটার করোনায় আক্রান্ত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে বুধবার এ তথ্য জানিয়েছে বিসিসিআই। ভারতের সেই ছয় ক্রিকেটার আপাতত আইসোলেশনে আছেন। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ওই ছয় ক্রিকেটারকে বাদ দিয়েই মাঠে নামে ভারত। নিয়মিত ছয় ক্রিকেটারকে না পেলেও জয় তুলতে কস্ট হয়নি ভারতের। যুব বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৭ রান তুলেছে তারা। ৩০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রান আয়ারল্যান্ড গুটিয়ে গেলে ১৭৪ রানের বড় জয় পায় ভারত। 

উল্লেখ্য যে,  যে ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন- যশ ধুল, সিদ্ধার্থ যাদব, মানব পারেখ, বাসু বতস, আরাধ্য যাদব এবং এসকে রশিদ।

এদের মধ্যে মানব এবং বাসুর অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাদের উপসর্গ রয়েছে। বাকি চার ক্রিকেটারের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭