ওয়ার্ল্ড ইনসাইড

উচ্চ স্বরে কথা বলায় চাকরি হারালেন শিক্ষিকা


প্রকাশ: 20/01/2022


Thumbnail

উচ্চ স্বরে ছাত্রদের সাথে কথা বলায় চাকরি হারলেন ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটার শিক্ষিকা অ্যানেট প্লাউট। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে তার সাথে। 

ইউনিভার্সিটি অব এক্সেটায় প্রায় ৩০ বছর ধরে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন প্লাউট। কিন্তু হঠাৎ করে 'জোরে কথা বলা'র অভিযোগে তাকে চাকরি হারালেন এই শিক্ষিকা।

চাকরি হারানো পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, পিএইচডিরত দুই শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই তাকে বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আরও বলা হয়, বরখাস্তের সাথে তার জাতি, যোগ্যতা বা লিঙ্গের কোনও সম্পর্ক ছিল না।

৬০ বছর বয়সী অ্যানেট জানান, মধ্য-ইউরোপীয় ইহুদি হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই তার 'উঁচু' কণ্ঠস্বর। আর এই কারণেই তাকে বরখাস্ত করা হয় বলে তিনি দাবি করেন।

বিতর্কিত এই বরখাস্তের পরে, অ্যানেট বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিকভাবে অসচেতন এবং পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেন।

তিনি জানান, এর আগে যখন তিনি নিউইয়র্ক এবং জার্মানিতে থাকতেন ও কাজ করতেন তখন তার উচ্চস্বর নিয়ে কোনো সমস্যা ছিল না।

পরে তিনি ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হন। বিচারক সব শুনে অ্যানেটের পক্ষেই রায় দেন। পুনর্নিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় যাতে অ্যানেটকে ১ লাখ ইউরো ক্ষতিপূরণ দেয়, তারও নির্দেশ দেন আদালত।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭