ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই মেসি


প্রকাশ: 20/01/2022


Thumbnail

জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রায় দুই মাসের বিরতি শেষে চলতি মাসেই আবারও মাঠে ফিরছে তারা। এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। সব গুঞ্জনকে সত্যি প্রমাণ করে লিওনেল মেসিকে রাখা হয়নি এই স্কোয়াডে।

নতুন পরিস্থিতিই কোচ লিওনেল স্ক্যালোনিকে এই বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন পুরো বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে নতুন করে। ইউরোপীয় দলগুলো আগে থেকেই করোনার কারণে খেলোয়াড়দের ছাড়তে নারাজ ছিল। নতুন পরিস্থিতির কারণে যে ক্লাবগুলোর নীতিমালা আরও কঠিন হবে তা বলাই বাহুল্য।

মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে না রাখার বিষয়টা অবশ্য একপক্ষের সিদ্ধান্তে আসেনি। স্ক্যালোনি এই সিদ্ধান্তের বিষয়ে ভাবার পরই জানিয়েছেন মেসিকে, তাতে বেশ কিছুদিন ভাবনার পর অবশেষে সম্প্রতি সায় দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ।

মেসি না থাকলেও এই দলে আছেন তার দুই পিএসজি সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। গুঞ্জন আছে, মেসির অনুপস্থিতিতে ডি মারিয়ার হাতেই উঠবে অধিনায়কের বাহুবন্ধনী। তার নেতৃত্বেই আগামী ২৮ জানুয়ারি চিলির মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। এর পরের ম্যাচে আগামী ২ ফেব্রুয়ারি নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে স্ক্যালোনির দল।

বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চল থেকে ইতোমধ্যেই কাতার বিশ্বকাপে উতরে গেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ শেষে ৮ জয় ও ৫ ড্রয়ে দলটির সংগ্রহ ২৯ পয়েন্ট। আছে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় অবস্থানে। ব্রাজিল অবশ্য আর্জেন্টিনার এক ম্যাচ আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। বর্তমানে বাছাইপর্বের শীর্ষে থাকা তিতের শিষ্যদের সংগ্রহ ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭