ইনসাইড গ্রাউন্ড

জাতীয় দলে কামব্যাক নিয়ে ভাবছেন না মুশফিক


প্রকাশ: 20/01/2022


Thumbnail

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে জায়গা হয়নি মুশফিকুর রহিমের। নির্বাচকরা মুশফিককে বিশ্রামে রাখার দাবি করলেও খোদ মুশফিক জানিয়েছিলেন, তিনি খেলতে চেয়েছিলেন কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

সেই মুশফিক অবশ্য বিপিএলের সফল ব্যাটারদের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। সামনে যখন আরেকটি বিপিএল, তখন অবশ্য মুশফিকের ভাবনায় নেই জাতীয় দলে ফেরার বিষয়টি।

টি-টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত করলেও মুশফিকের ভাবনার পুরোটা জুড়ে শুধুই বিপিএল। তিনি বলেন, ‘আমি কামব্যাক বা জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি বিপিএল ফরম্যাট নিয়ে। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক আমি। আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ যেন ঐ জায়গাটা ধরে রাখতে পারি। ভবিষ্যতে কী আসবে, কী আসবে না তা নিয়ে একদমই ভাবি না।’

গত আসরের রানার-আপ খুলনা টাইগার্সকে এবারও নেতৃত্ব দেবেন মুশফিক। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনই তার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। নিজে ভালো করলে তা যেন দলের উপকারে আসে, সেদিকেই দৃষ্টি এই অভিজ্ঞ ক্রিকেটারের।

মুশফিক বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলগত লক্ষ্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত বছর রানার-আপ হয়েছি, দুইবার একশর কাছাকাছি গিয়েও শতক পাইনি। তবে ঐ দুই ম্যাচই জিতেছি। এটাই বেশি জরুরী। এবারও এমন চ্যালেঞ্জই থাকবে। চেষ্টা করব সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। একইসাথে ম্যাচ উইনিং ইনিংস খেলতে চাই যাতে দল ভালো ফলাফল পায়। ব্যক্তিগত লক্ষ্যের চেয়েও বেশি দলীয় লক্ষ্য বেশি অর্জন করতে পারি।’

বিপিএলের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিন মুশফিক ইনডোরে আলাদাভাবে অনুশীলন করেছেন। জানালেন, প্রতি ম্যাচের আগে নিজের রুটিনমাফিক প্রস্তুতির অংশ হিসেবেই অনুশীলনে এই বাড়তি মনোযোগ।

মুশফিকের ভাষায়, ‘খেলার আগের দিন আমার একটা ব্যক্তিগত প্রস্তুতি থাকে। ওগুলো নিজে নিজে করেছি। নেটে ২ ঘণ্টার দলীয় অনুশীলন আসলে সবার জন্য যথেষ্ট না। যেকোনো টুর্নামেন্টের জন্যই আগে থেকে প্রস্তুতি রাখতে হয়। যদিও এটা পাওয়ার হিটের খেলা। তবে ভিত্তি আর বেসিক ঠিক থাকলে পাওয়ার হিট অটোমেটিক চলে আসে।’

বিপিএলে সব ম্যাচ খেলতে চাওয়া মুশফিক অবশ্য অর্ধশতক বা শতকের মত মাইলফলকের ক্ষুধা হারাচ্ছেন না। তিনি বলেন, ‘অন্তত ১০টি ম্যাচ তো খেলার সুযোগ পাব। চেষ্টা করব যাতে ১২-১৩টা ম্যাচ খেলা যায় আর যতবার সম্ভব ব্যাট ওপরে ওঠানো যায়।’





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭