ইনসাইড গ্রাউন্ড

মাঠ থেকে উঠিয়ে নেওয়ায় কোচের উপর রোনালদোর ক্ষোভ


প্রকাশ: 20/01/2022


Thumbnail

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রাংনিকের সিদ্ধান্ত যেন মেনেই নিতে পারছেন না দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার (১৯ জানুয়ারি) ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের ৭১তম মিনিটের সময় তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। আর এ ঘটনায় কোচের ওপর বেজায় ক্ষেপেছেন পর্তুগিজ এ তারকা।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নিয়ে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে নামিয়েছিলেন রাংনিক। যদিও সেটা পর্তুগিজ তারকার পছন্দ হয়নি। মাঠ থেকে বের হয়ে নিজের জ্যাকেট ছুড়ে মেরে বিরক্তি প্রকাশ করেন। এ সময় তাকে বলতে শোনা গেছে, ‘আমাকে কেন? আমাকে কেন, আমাকেই কেন আপনি তুলে নেবেন?’

তবে রোনালদোর এমন প্রশ্নের উত্তর গণমাধ্যমকে কৌশলের সঙ্গেই দিয়েছেন রাংনিক। এর আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ড্র করেছিল ইউনাইটেড। বুধবার তাই আর কোনো ঝুঁকি নেননি রাংনিক। ম্যাচ শেষে জার্মান কোচ বলেন, এটা স্বাভাবিক, একজন স্ট্রাইকার গোল করতে চায়। কিন্তু সে মাত্রই চোট থেকে ফিরেছে এবং এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের আরেকটি ম্যাচ আছে সামনে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭