ইনসাইড হেলথ

দেশে প্রথমবারের মত এলো কভিড-১৯ প্রতিরোধী এক ডোজের টিকা


প্রকাশ: 20/01/2022


Thumbnail

দেশে এই প্রথমবারের মত এলো জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাস প্রতিরোধী এক ডোজের টিকা। এর আগে বাংলাদেশে যত টিকা দেওয়া এসেছে তার সবগুলোই দুই ডোজের।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। 

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের এই টিকা বৈশ্বিক কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সরকার উপহার হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা বাংলাদেশকে দিয়েছে। মার্কিন সরকার এর আগে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ফাইজার ও মডার্নার টিকাও উপহার দিয়েছে।

উল্লেখ্য, জনসনের এই টিকা রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। অর্থাৎ এই টিকা সংরক্ষণের জন্য কোনো ফ্রিজারের প্রয়োজন হয় না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭