ইনসাইড গ্রাউন্ড

ফিফা কর্তৃক আবাহনীর ক্ষতিপূরণ আদায়


প্রকাশ: 20/01/2022


Thumbnail

আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল জাতীয় দলের ক্যাম্পের সময় ইনজুরিতে পড়েছিলেন। এজন্য তিনি তার ক্লাব আবাহনীর পক্ষে ঘরোয়া ফুটবলে কয়েক মাস অনুপস্থিত ছিলেন।

সোহেলের সার্ভিস না পাওয়ায় আবাহনীর যে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ পুষিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আবাহনী ক্লাব ১ লাখ ৪৭ হাজার টাকা পাচ্ছে ফিফা থেকে। 

জাতীয় দলের ফুটবলার ম্যাচ খেলতে অথবা ক্যাম্পে অনুশীলনের সময় কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে ফিফা প্রটেকশন স্কিমের আওতায় ফিফা ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দেয়। এই আওতায় মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, বিশ্বনাথ ঘোষের ক্লাব বসুন্ধরা কিংস ক্ষতিপূরণ পেয়েছিল।

সোহেল ২০২০ সালের নভেম্বরে জাতীয় দলের ক্যাম্পে ইনজুরিতে পড়েন। বাফুফে তার ক্ষতিপূরণের জন্য আবেদন করে। বিভিন্ন মেডিকেল রিপোর্ট পর্যালোচনা ও ফাইল চালাচালি করে এক বছর পর সোহেলের ক্ষতিপূরণ আদায় হলো। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭