ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ: প্রথম জয়ের পথে বাংলাদেশ


প্রকাশ: 21/01/2022


Thumbnail

যুব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশী বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় কানাডা। ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারাও দারুণ শুরু করেছে। 

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দলের হাল ধরেন ইফতেখার ও প্রান্তিক। এই দুইজনের ব্যাটে ভর করে জয়ের সুবাস পাচ্ছে যুব টাইগাররা।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৪ রান। 

এর আগে ব্যাসেটেরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডার যুবারা। ব্যাট হাতে দলটি শুরুও পেয়েছিল ভালো। পাওয়ারপ্লের ১০ ওভারে কানাডা কোনো উইকেট হারায়নি। 

তবে একাদশ ওভারের প্রথম বলেই রিপন মণ্ডলের শিকার হয়ে সাজঘরে ফেরেন জাশ শাহ। তার আগে ২৭ বলের মোকাবেলায় করেছেন মাত্র ৮ রান। অপর প্রান্তে অনুপ চাকমা অবশ্য দেখেশুনে খেলতে থাকেন।

তবে তাকে দর্শকের ভূমিকায় রেখে সতীর্থরা একে একে ফিরতে থাকেন সাজঘরে। ১২৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ১১৭ বলের মোকাবেলায় ৬৩ রান করেন ৭টি চার হাঁকিয়ে। শেষপর্যন্ত ৪৪.৩ ওভার ব্যাট করে ১৩৬ রানে গুটিয়ে যায় কানাডা।

বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট শিকার করেন রিপন মণ্ডল ও এসএম মেহরব।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭