ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়া বিশ্বকাপের সূচি প্রকাশ, গ্রুপ-২ এ বাংলাদেশ


প্রকাশ: 21/01/2022


Thumbnail

প্রকাশিত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সূচি। অস্ট্রেলিয়ায় আসন্ন এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর গ্রুপ ‘এ’ এর রানারআপের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে। ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে। ৩০ অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে টাইগাররা।

২ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৬ নভেম্বর মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

প্রথম রাউন্ডের সূচি

তারিখম্যাচমাঠ
১৬ অক্টোবর, রবিবারশ্রীলঙ্কা বনাম নামিবিয়াকারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং
১৬ অক্টোবর, রবিবারকোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং
১৭ অক্টোবর, সোমবারওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডবেলেরিভ ওভাল, হোবার্ট
১৭ অক্টোবর, সোমবারকোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৪বেলেরিভ ওভাল, হোবার্ট
১৮ অক্টোবর, মঙ্গলবারনামিবিয়া বনাম কোয়ালিফায়ার ৩কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং
১৮ অক্টোবর, মঙ্গলবারশ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ২কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং
১৯ অক্টোবর, বুধবারস্কটল্যান্ড বনাম কোয়ালিফায়ার ৪বেলেরিভ ওভাল, হোবার্ট
১৯ অক্টোবর, বুধবারওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ১বেলেরিভ ওভাল, হোবার্ট
২০ অক্টোবর, বৃহস্পতিবারশ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ৩কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং
২০ অক্টোবর, বৃহস্পতিবারনামিবিয়া বনাম কোয়ালিফায়ার ২কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং
২১ অক্টোবর, শুক্রবারওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ৪বেলেরিভ ওভাল, হোবার্ট
২১ অক্টোবর, শুক্রবার স্কটল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১বেলেরিভ ওভাল, হোবার্ট

 

সুপার টুয়েলভের সূচি

তারিখম্যাচমাঠ
২২ অক্টোবর, শনিবারনিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়াসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
২২ অক্টোবর, শনিবারইংল্যান্ড বনাম আফগানিস্তানপার্থ স্টেডিয়াম, পার্থ
২৩ অক্টোবর, রবিবারগ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানারআপবেলেরিভ ওভাল, হোবার্ট
২৩ অক্টোবর, রবিবারভারত বনাম পাকিস্তানমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
২৪ অক্টোবর, সোমবারবাংলাদেশ বনাম গ্রুপ এ রানারআপবেলেরিভ ওভাল, হোবার্ট
২৪ অক্টোবর, সোমবারদক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ বি চ্যাম্পিয়নবেলেরিভ ওভাল, হোবার্ট
২৫ অক্টোবর, মঙ্গলবারঅস্ট্রেলিয়া বনাম গ্রুপ এ চ্যাম্পিয়নপার্থ স্টেডিয়াম, পার্থ
২৬ অক্টোবর, বুধবারইংল্যান্ড বনাম গ্রুপ বি রানারআপমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
২৬ অক্টোবর, বুধবারনিউজিল্যান্ড বনাম আফগানিস্তানমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
২৭ অক্টোবর, বৃহঃবারদক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
২৭ অক্টোবর, বৃহঃবারভারত বনাম গ্রুপ এ রানারআপসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
২৭ অক্টোবর, বৃহঃবারপাকিস্তান বনাম গ্রুপ বি চ্যাম্পিয়নপার্থ স্টেডিয়াম, পার্থ
২৮ অক্টোবর, শুক্রবারআফগানিস্তান বনাম গ্রুপ বি রানারআপমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
২৮ অক্টোবর, শুক্রবারইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ামেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
২৯ অক্টোবর, শনিবারনিউজিল্যান্ড বনাম গ্রুপ এ চ্যাম্পিয়নসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
৩০ অক্টোবর, রবিবারবাংলাদেশ বনাম গ্রুপ বি চ্যাম্পিয়নদ্য গ্যাবা, ব্রিসবেন
৩০ অক্টোবর, রবিবারপাকিস্তান বনাম গ্রুপ এ রানারআপপার্থ স্টেডিয়াম, পার্থ
৩০ অক্টোবর, রবিবারভারত বনাম দক্ষিণ আফ্রিকাপার্থ স্টেডিয়াম, পার্থ
৩১ অক্টোবর, সোমবারঅস্ট্রেলিয়া বনাম গ্রুপ বি রানারআপদ্য গ্যাবা, ব্রিসবেন
১ নভেম্বর, মঙ্গলবারআফগানিস্তান বনাম গ্রুপ এ চ্যাম্পিয়নদ্য গ্যাবা, ব্রিসবেন
১ নভেম্বর, মঙ্গলবারইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডদ্য গ্যাবা, ব্রিসবেন
২ নভেম্বর, বুধবারগ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানারআপঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
২ নভেম্বর, বুধবারভারত বনাম বাংলাদেশঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৩ নভেম্বর, বৃহঃবারপাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকাসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
৪ নভেম্বর, শুক্রবারনিউজিল্যান্ড বনাম গ্রুপ বি রানারআপঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৪ নভেম্বর, শুক্রবারঅস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৫ নভেম্বর, শনিবারইংল্যান্ড বনাম গ্রুপ এ চ্যাম্পিয়নসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
৬ নভেম্বর, রবিবারদক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ এ রানারআপঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৬ নভেম্বর, রবিবারপাকিস্তান বনাম বাংলাদেশঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৬ নভেম্বর, রবিবারভারত বনাম গ্রুপ বি চ্যাম্পিয়নমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
৯ নভেম্বর, বুধবারসেমিফাইনাল ১সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
১০ নভেম্বর, বৃহঃবারসেমিফাইনাল ২অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
১৩ নভেম্বর, রবিবারফাইনালমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭