ওয়ার্ল্ড ইনসাইড

কঙ্গোতে কারাগারে ৫৬ নারী ধর্ষণ


প্রকাশ: 21/01/2022


Thumbnail

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর লুবুম্বাশির কাসাপা কারাগারে নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জন নারীকে ধর্ষণ করেন পুরুষ বন্দিরা। এ ঘটনার সাথে জড়িত ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এই রায় প্রকাশ করা হয়। আল-জাজিরা। 

জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে কাসাপা কারাগারে বিদ্রোহ করেন বন্দিরা। তিনদিন ধরে চলে বিদ্রোহে বিদ্রোহীরা নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জনকে ধর্ষণ করেন। 

ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার তিনজনের মধ্যে এইচআইভি শনাক্ত হয়েছে। তাছাড়া ১৬ জন অন্তঃসত্ত্বা হয়েছেন।

আদালতের প্রসিকিউটররা অপরাধীদের ২০ বছরের কারাদণ্ডের দাবি করেছিলেন। তবে একজন আইনজীবী জানান, রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই ন্যায় বিচার পেলাম।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। কারাগারের খারাপ পরিবেশের কারণেই এ ঘটনা ঘটেছে বলেও জানানা তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭