ইনসাইড এডুকেশন

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ‘ফেল’ করা ৬ শিক্ষার্থী পেল জিপিএ-৫


প্রকাশ: 22/01/2022


Thumbnail

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ফেল করা ৬ শিক্ষার্থী পেল জিপিএ-৫ এবং ৮২ জনের ফল পরিবর্তন করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে এসব তথ্য নিশ্চিত করেছেন  কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন করা হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস, যাদের মধ্যে ৬ জন পেয়েছে জিপিএ-৫ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।

 এদিকে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭