ইনসাইড বাংলাদেশ

আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি: ডা. মুরাদ


প্রকাশ: 22/01/2022


Thumbnail

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রাজাকার জন্মগ্রহণ করেনি। কিন্তু জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি, এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি।’

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আমিনুর রহমান তালুকদারের জানাজায় তিনি এ কথা বলেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানসহ আরও অনেকে।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আমিনুর রহমান তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মন্ত্রিত্ব যাওয়ার পর এই প্রথম ডা. মুরাদ হাসান তার নির্বাচনী এলাকায় নিজের আপন চাচার জানাজায় অংশগ্রহণ করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭