ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ


প্রকাশ: 22/01/2022


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ধীর ব্যাটিং করছে আরব আমিরাত। 

শুরু থেকে দলটির ব্যাটাররা উইকেটে থাকার চেষ্টা করে খেলে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরব আমিরাতের সংগ্রহ ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান। এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ২ উইকেট শিকার করেছেন আশিকুর জামান। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন সাকিব, রাকিবুল ও আরিফুল। 

অন্যদিকে গ্রুপ 'বি' এর ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মুখোমুখি লড়ছে ভারত এবং উগান্ডা। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে উগান্ডা।

গ্রুপ 'সি' এর ম্যাচে কুইন্স পার্ক ওভালে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং পাপুয়া নিউগিনি। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাপুয়া নিউগিনি।

গ্রুপ 'সি' এর আরেক ম্যাচে ডিয়েগো মার্টিন স্পোর্টিং কমপ্লেক্সে মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে। আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭