ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ: আরব আমিরাতের বিপক্ষে সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ


প্রকাশ: 23/01/2022


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে আরব আমিরাতকে ৯ উইকেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত করে বাংলাদেশি যুবারা। 

ম্যাচে টসে জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। ৪৮.১ ওভারে ১৪৮ রানে অল আউট হয়ে আরব আমিরাত। সর্বোচ্চ ৩টি উইকেট নেন রিপন মন্ডল। আশিকুর জামান এবং তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচে বৃষ্টি হওয়ার জন্য ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রানে। ২৪.৫ ওভারেই ১ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মাহফিজুল ইসলাম ৬৪ রানে অপরাজিত থাকেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭