ইনসাইড গ্রাউন্ড

‘বিতর্কিত’ গোলে জয় পেলো রোনালদোর ম্যান ইউ


প্রকাশ: 23/01/2022


Thumbnail

ম্যাচের বয়স তখন ৯২ মিনিট পেরিয়ে গেছে, গোলের খাতা খুলতে পারেনি কোনো দলই। তখনই দৃশ্যপটে এলেন মার্কাস র‍্যাশফোর্ড। ম্যাচের প্রায় শেষ কিকে করে বসলেন গোল, তাতে ওল্ড ট্র্যাফোর্ড থেকে পয়েন্ট নিয়ে যাওয়ার আশা ভেঙে গেল ওয়েস্ট হ্যামের। তবে র‍্যাশফোর্ডের সে ম্যাচ জেতানো গোলটা অবশ্য নিষ্কলুষ নয়, তাতে লেগে আছে ‘অফসাইডের’ কালিমা, এ নিয়ে চলছে বিতর্কও।

নিজেদের মাঠে শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছে বেশ নিষ্ফলা এক ফুটবল। বলের দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। তাতে গোলের অপেক্ষা বাড়ছিল, পাল্লা দিয়ে বাড়ছিল শেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় ড্রয়ের শঙ্কা।

দলকে শেষমেশ রক্ষা করলেন দুই বদলি খেলোয়াড়। ম্যাচের ৬২ আর ৮২ মিনিটে মাঠে নামা দুই ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড ও এডিনসন কাভানি গড়ে দিলেন ব্যবধানটা। তাও আবার ম্যাচের প্রায় শেষ কিকে। বক্সের বাইরে বল পেয়ে কাভানিকে পাস দিয়ে মাঝে ঢুকে পড়েন র‍্যাশফোর্ড, ফিরতি বল পেয়ে তা জড়ান ওয়েস্ট হ্যামের জালে, তাতেই জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের।

তবে সে গোলটা অফসাইড কিনা তার যাচাই চলেছিল ভিএআরে, এরপর রেফারি তা গোলও দিয়েছেন। তবে সে সিদ্ধান্তই জন্ম দিয়েছে বিতর্কের। র‍্যাশফোর্ডের থ্রু রিসিভ করার সময় কাভানির অবস্থান নিয়ে রেফারির সন্দেহ না থাকলেও সন্দেহ হচ্ছে প্রিমিয়ার লিগ বিশ্লেষকদের।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭