ইনসাইড গ্রাউন্ড

অপেক্ষার পালা শেষ, মাঠে নামছেন মেসি


প্রকাশ: 23/01/2022


Thumbnail

অবশেষে আবারও মাঠে নামতে প্রস্তুত পিএসজির তারকা খেলোয়াড় লিওনেল মেসি। করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া মেসি ম্যাচ খেলার মতো ফিট হওয়ায়  রাঁসের বিপক্ষে মেসি স্কোয়াডে ফিরবেন বলে জানিয়েছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো।

লিগ ওয়ানে বাংলাদেশ সময় রোববার রাত পৌনে ২টায় নিজেদের মাঠে রাঁসের মুখোমুখি হবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে মেসির দলে ফেরার কথা নিশ্চিত করেন পচেত্তিনো।

“এই সপ্তাহে দলের সঙ্গে সে ভালোভাবে অনুশীলন করেছে। সে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমি খুশি। আগামীকাল (রোববার) মেসি স্কোয়াডে থাকবে।”

আর্জেন্টিনা অধিনায়কের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে গত ২ জানুয়ারি। চার দিন পরই অবশ্য তার নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল পুরোপুরি কাটিয়ে না ওঠায় তাকে মাঠে নামায়নি পিএসজি।

এ কারণেই মাসের শেষের ফিফা উইন্ডোতে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে মেসিকে দলে না রাখতে আর্জেন্টিনা কর্তৃপক্ষকে পিএসজি অনুরোধ করে বলেও গণমাধ্যমে খবর আসে। পরে তাকে বাইরে রেখেই গত বুধবার ২৭ জনের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭