ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ: এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি


প্রকাশ: 23/01/2022


Thumbnail

যুব বিশ্বকাপে আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ বিশাল ব্যবধানের জয়ের পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। বাংলাদেশের জয়ে পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গেছে। 

দেখা যাচ্ছে, বাংলাদেশ ‘এ' গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।  তাই  কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

গত বিশ্বকাপের রানার্সআপকে সুপার এইটেই পেয়ে যাচ্ছে এবার রাকিবের দল।

‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা।

‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলংকার সামনে পড়েছে ‘সি’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তান।

সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পর্বের মহারণ শুরু ২৬ জানুয়ারি থেকে।  সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি

২৬ জানুয়ারি : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
২৭ জানুয়ারি : শ্রীলংকা-আফগানিস্তান
২৮ জানুয়ারি : পাকিস্তান-অস্ট্রেলিয়া
২৯ জানুয়ারি : বাংলাদেশ-ভারত


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭